শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

গাজীপুরের ভাওয়াল কলেজ রোডে ৬টি গরুসহ দেশীয় অস্ত্রসহ আটক ২

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর থে‌কে
  • আপডেট শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৯৩ দেখেছে

গাজীপুর মেট্রোপলিটন কমিশনার খন্দকার লুৎফর কবির এর দিক নির্দেশনায় বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ মোঃ মালেক খসরু খানের সার্বিকতত্বাবধানে বাসন মেট্রো থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল দেড় ঘন্টা অভিযান চালিয়ে একটি পিক-আপ ৬টি গরু দেশীয় অস্ত্র দা, কাটার, রডসহ ২জন কে আটক করেন পুলিশ।

বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার সময় নাম্বার প্লেট বিহীন ০১ টি পিকআপ বাসন থানা পুলিশ চেক পোষ্টে থামানোর চেষ্টা করলে পিকঅপটি দ্রুত গতিতে চলে যায়। পরবর্তীতে সকল ডিউটি পার্টি পিকআপটিকে প্রায় দেড় ঘন্টা ধরে ধাওয়া করে বাসন থানাধীন ভাওয়াল কলেজ রোডে আটক করা হয়। আটককৃত পিকআপ হতে ০২ জন আসামি গ্রেফতার করেন বাসন থানা পুলিশের এসআই সাখাওয়াত হোসেন এএসআই ইব্রাহিম সহ সঙ্গীয় পোর্সের দল। আটককৃত আসামীদের পিক-আপের সাথে ০৬ টি গরু, দা,কাটার,রড উদ্ধার করা হয়। আসামিরা সংঘবদ্ধ দলের সদস্য। তাহাদের সঙ্গীয় সদস্যরা পালিয়ে যায়। এ বিষয় বাসন থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD