ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাশে দাড়ও (সামাজিক সংগঠন) এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ত্রিশাল নজরুল স্মৃতিকেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামীলী লীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা আওয়ামীলী লীগের যুগ্ম আশলাফুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা মোখছেদুল আমিন, সাংবাদিক খোরশেদুল আলম মুজিব প্রমুখ। সভাপতিত্ব করেন পাশে দাড়ও (সামাজিক সংগঠন) সভাপতি জহিরুল ইসলাম সরকার ও সঞ্চালনা করেন এসএম শাহীন ইকবাল সরকার।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।