কাউনিয়ায় উঠান বৈঠকে শুনানো হলো মুক্তিযুদ্ধের গল্প

মোঃ সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) থে‌কে 
  • আপডেট বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৯ দেখেছে

কাউনিয়ায় তথ্য অফিসের উদ্যোগে নারী সদস্যদের উঠান বৈঠকে শুনানো হলো মুক্তিযুদ্ধের গল্প।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীনে জাতীয় মহিলা সংস্থাকর্তৃক পরিচালিত তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত বুধবার বিকালে নারী সদস্যদের নিয়ে এক উঠান বৈঠকে দুই বীর মুক্তিযোদ্ধা শুনালেন মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত গল্প। শহীদবাগ ইউনিয়নের বল্লভ বিষু গ্রামের রমেশ ধনীর উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপস্থিত নারী সদস্যদের মাঝে মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত কাহিনী শুনান বিশেষ অতিথি রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম ওনবীর মুক্তিযোদ্ধা রজব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা অফিসার মোছাঃ আকতার জাহান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ প্রমূখ। উঠান বৈঠক নির্বাচিত ৫০ নারী সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!