কবিতা : “হোম কোয়ারেন্টিন”

  • আপডেট বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৭০ দেখেছে

ছোট্ট বাসায় একাকী জীবন,
লাগছেনা ভালো সর্বক্ষণ।
পরিবারের টানে,
ছুটলাম বাড়ির পানে।
খানিক পথ গেলাম,
পুলিশের চোখে পড়লাম।
নিয়ে গেল নির্জন স্থানে,
রাখল আমায় হোম কোয়ারেন্টিনে
কড়াকড়ি আইন প্রশাসন,
ঘুষ নেয়না পুলিশ এখন।
তাদের মনের পরিবর্তন,
অটুট থাকুক সর্বক্ষণ।
করোনা হলে সমাপ্ত,
সততা থাকুক অসমাপ্ত।
থেকেও হোম কোয়ারেন্টিনে,
আছি সততায় মুগ্ধ, আত্নতৃপ্তমনে।

লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!