অপরকে বলে অশীল,
নিজেকে ভাবি সুশীল।
সদম্ভে, ঈর্ষান্বিত হয়ে,
নির্দোষকে কলঙ্ক চাপিয়ে।
স্বয়ং ভ্রম করিনা তদন্ত,
অন্যকে ভতর্সনা করে হই তিপ্ত।
নিজেই সুমহান,
নিখুঁত স্বীয় প্রাণ।
অন্যকে করে নগণ্য,
নিজেকে ভাবি বিস্তীর্ণ।
আত্ন আখ্যান অবিখ্যাত,
সর্বদা আছি পাপকার্যে রত।
স্ব কার্যে অন্ধ,
পরচর্চায় করি আনন্দ।