বইহাতে যাই স্কুলে,
যা ইচ্ছে তাই বলে,
পাড়ার বখাটে ছেলে।
রিক্সাচালক সুযোগবুঝে,
উপভোগের পথ খোঁজে।
বাসে যখন চাই উঠতে,
হেলপার চায় একটু ধরতে।
সময়মত চোখটেপা দেয় পিয়ন,
দিনমজুর গায় গান,
ভদ্রবেশী ছেলেটি হাতধরে দেয় টান।
অফিসের বস নানা অজুহাতে,
কৌশলে চায় তৃষ্ণা মেটাতে।
বুয়ার কাজেও মিলেনা সস্তি,
পন্থা খোঁজে বড়সাহেবের জবরদস্তি।
বাবার বয়সি লোকটি,
চোখে কামনার দৃষ্টি।
ইচ্ছে করে বন্দুকের দুর্বিপাকে,
ছিদ্রকরি প্রত্যেকটিকে।
কিন্তু পারিনা,অনুত্তর সহ্যকরি,
কারণ আমি যে নারী।
সর্বক্ষেত্রে ভোগ্যপণ্য ভ্রষ্টাচারীর,
কভূ হবে কি সংবার।
স্বাধীন দেশে স্ব শীল জীবন,
জানিনা পাবো কখন।