কবিতা “নওরীন”
-
আপডেট
বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
-
৪১৮
দেখেছে
নওরীন নওরীন
নওরীন যাদুমন।
দিন যায়,মাস যায়,
সে একটু একটু কথা কয়।
কচি মুখের মিষ্টি গান,
শুনে জুড়ায় প্রাণ।
ছোট ছোট চোখে,
দেখে পৃথিবীকে।
কোমল দুটি হাতে,
ধরতে চায় চাঁদকে।
গুটি গুটি পায়,
সে হেঁটে যায়।
তার পায়ের নুপুর,
বাজে ঝুমুরঝুমুর।
পড়লে ছোট্ট শাড়ী,
দেখে মনে হয় চাঁদের বুড়ি।
একদিন সে বড় হবে,
সবার স্বপ্ন সত্যি করবে।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু
সংবাদটি শেয়ার করুন
এই সংক্রান্ত আরও খবর
error: Content is protected !!