শিরোনাম

কবিতা : “অন্যরকম ঈদ”

  • আপডেট রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩০৫ দেখেছে

ঈদের ছুটিতে,
গোলমাল নেই মার্কেটে।
নেই বাড়ি ফেরার প্রস্তুতি,
নেই যানজটে ভোগান্তি।
করোনায় শোকার্ত মানব,
নেই ঈদের সুখানুভব।
তবুও এসেছে ঈদ,
অতৃপ্ত আনন্দিত ঈদ।
সমবেত ঈদের নামাজ,
পড়তে ভয় আজ।
থাকবো নিরাপদ দূরত্বে,
পারবোনা কাঁধে কাঁধ মিলাতে।
এ এক অন্যরকম ঈদ,
অন্য অনুভূতির ঈদ।

লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!