শিরোনাম
ইসলামপুরে পুলিশ নাতির অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ দাদীর সংবাদ সম্মেলন ত্রিশালে ৩৩ পরিবারকে দলিল হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল ত্রিশালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ইসলামপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে ত্রিশাল ৪র্থ পর্যায়ের ৩৩ টি ঘর হস্তান্তর হবে ২২ মার্চ ত্রিশালে কম্পিউটার আইটি অলিম্পিক-২০২৩ আইসিটি কুইজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : মির্জা আজম ত্রিশালে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন মাদানী এমপি ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪ আহত ৭ নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ সম্পাদক হাবীব

অবসর প্রাপ্ত কাস্টমস পরিবারে র সাধারন সভা ও পিকনিক অনুষ্ঠিত

 রাকিবুল হাসান ফরহাদ
  • আপডেট শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬ দেখেছে

অবসর প্রাপ্ত কাস্টমস পরিবারে র সাধারন সভা ও পিকনিক অনুষ্ঠিত।

২৮ জানুয়ারী, ২০২৩ ইং শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ০৫ টা পর্য্যন্ত মধুমতি মডেল টাউন “রাজমহল” সাভারে, অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের সাধারন সভা ও পিকনিক অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এই বার্ণাঢ্য অনুষ্ঠানে , ব্যান্ড সংগীত,খেলাধূলা, রেফেল ড্র , পুরস্কার বিতরনী, মেধাবী ছাত্রছাত্রীদের ক্রেষ্ট বিতরন সহ বিভিন্ন বিনোদন মূলক ইভেন্টস এর মাধ্যমে সকলকে আনন্দ, অনুপ্রেরনা, উৎসাহ প্রদান সহ গ্যান গর্ভ ও আকর্ষনীয় অনুষ্ঠানাদি উপস্হিত সকলকে বিমোহিত করে। সকালে উন্নত নাস্তা, দুপুরে( মধ্যান্য ভোজ)রাজকীয় লান্চ ও বিকেলে বেশেষ বৈকালিক নাস্তার ব্যবস্হা করায় উপস্হিত অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের সকলেই আত্মতৃপ্তি গ্রহন করেন এবং পরিবার প্রধান ও এডমিন মনজুর হাসান আসাদ সহ সকল নেতৃবর্গ কে ভূয়শী প্রসংসা করেন। সাধারন সভার প্রথমার্ধে অবসর প্রাপ্ত কাস্টমস পরিবারের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরবর্তীতে গঠিত নির্বচন কমিশনের মাধ্যমে এক বৎসরের জন্য পূর্নাঙ্গ নির্বাহী কমিটি ঘোষনা করা হয় এবং উক্ত নব কমিটি সাধারন সভায় নিরঙ্কুশ সমর্থনে অনুমোদিত হয়। এম আর খান কে সভাপতি, মো: আব্দুল হাকিম কে সিনিয়র সহ সভাপতি, শফিউল আলম কে সাধারন সম্পাদক , মনজুর হাসান আসাদ কে ১ নং সন্মানিত নির্বাহী সদস্য করে, এক বৎসরের জন্য ৩৩ (তেত্রিশ) সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। বীর মুক্তিযোদ্বা মো: মাহফিজুর রহমান বাবুল কে প্রধান পৃষ্ঠপোষক, জ্বনাব মোফাজ্জল হক কে প্রধান উপদেষ্টা করে এক বৎসরের জন্য ১৭( সতের) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!