শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ৩ ঘন্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুর

Reporter Name
  • আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৮৩ দেখেছে
শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম)

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পৌনে ৩ ঘন্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুর হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ২ টায় ও বিকেল পৌনে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এই দুই রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ জুন সকাল পৌনে ৮ টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার আঃ রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে বেলা ২ টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের ছেলে শাহ আলম (৭০) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে ২১ জুন সকাল পৌনে ৭ টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD