রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশি আহত যুবককে উদ্ধার

Reporter Name
  • আপডেট সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৫৫ দেখেছে
বেনাপোল সীমান্ত

বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নির্যাতনের শিকার রাজু (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (২১ জুন) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী ইছামতি নদীর পাড় থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে। এসময় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আহত যুবক শার্শা উপজেলার গোড়পারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজিবি জানায়, ওই যুবক পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এরপর তার ওপর নির্যাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। পরে বিজিবি সদস্যারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, আহত যুবক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল এজন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD