ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে আব্দুল জলিল (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। তিনি গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গতরাত থেকেই আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। সকালে বিএসএফের গুলিতে তিনি মারা যান। আব্দুল জলিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কড়ইতলী বিজিবি’র কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ জানান, এ ব্যাপারে বিএসএফ ও বিজিবি’র মধ্যে আলোচনা চলছে। শিগগিরই নিহতের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।