মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়নের সকল ইমামদের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) বিকেলে এই অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলের উপস্থিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, ইউনিয়নের সচিব এহসানুল হক শাওন উপজেলা সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের বিশেষ দোয়া করা হয়। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।