সিরাজগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট সিরাজগঞ্জ জেলা বিএনপি স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশহিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, আনিছুজ্জামান পাপ্পু,খ.ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাড. মীর রুহুল আমীন বাবু, যুগ্ম – সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাব্বির হোসেন ভুইয়া শাফি, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন টুটুল, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সস্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, সহ- শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক সামছুল ইসলাম, শহর বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল জোয়ার্দার, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল আলীম খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য খোন্দকার তৌহিদুর রহমান, ভিপি সালাহ উদ্দিন আলাল, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা খাতুন, জেলা যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক ময়নুল হোসেন, জেলা মহিলা দলের যুগ্নসাধারণ সম্পাদক সালমা খাতুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, যুগ্নসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।