শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

সরকারি নজরুল কলেজ শাখা ছাত্র আন্দোলনের নতুন কমিটি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৫২ দেখেছে

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজ শাখা ছাত্র আন্দোলনের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত।

বুধবার ১ মার্চ কৃষক শ্রমিক জনতা লীগ এর সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র নেতা নূর মোহাম্মদ জিহাদ হোসেন এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ শাহিনুর রহমান (শাহিন), সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরাফ উদ্দিন বেপারী (শরাত)। সদ্য দায়িত্ব প্রাপ্তদের আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটি অনুমোদন কালে ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র নেতা নূর মোহাম্মদ জিহাদ হোসেন বলেন, সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার জন্য প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু হতে যাচ্ছে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর হাতকে শক্তিশালী করার লক্ষে পরীক্ষিত সাহসী ছাত্র নেতাদের বাছাইয়ের মাধ্যমে কমিটি অনুমোদন দেয়া হয়। ছাত্র আন্দোলন এর সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে, তাদের মেধা-শ্রম ও সাহসী নেতৃত্বে আগামী দিনে কৃষক শ্রমিক জনতালীগ সাংগঠনিক ভাবে আরো এগিয়ে যাবে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীর উত্তম এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে ব্যাপক অবদান রাখবে নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ। এমনটিই প্রত্যাশা করছেন, দলীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD