মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । আজ সূর্যোদয়ের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময়ে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এম পি শহিদের প্রতি শ্রদ্ধা জানান, এরিমধ্য বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিম, সুনামগঞ্জ; মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; ডাঃ আহাম্মদ হোসেন, সিভিল সার্জন, সুনামগঞ্জ ; মোঃ জাকির হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ,
সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সাথে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খসরু,সাবেক সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, মৎসজীবিলীগ সভাপতি রুহুল আমিন খান প্রমুখ।