রাজশাহী গণপূর্ত কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর হামলায় ঘটনায় মামলা হয়েছে। সোমবার সংস্থাটির উপ-বিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলম বাদি হয়ে রাজপাড়া থানায় মামলা করেন।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ঠিকাদার শাহাবুল মঞ্জু লিটন এবং তার ম্যানেজার আতিকুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া কাজটি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
সোমবার নিম্নমানের নির্মাণ সমাগ্রী দিয়ে কাজ করতে বাধা দেয়ায় রাজশাহীতে গণপূর্ত ভবনে ঠিকাদারের লোকজন দেলোয়ার হোসেন নামের এক প্রকৌশলীকে মারধর করে ঠিকাদার ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঠিকাদার লিটন ও তার সহযোগী আতিককে আটক করে।
এদিকে হামলার প্রতিবাদে আজ গণপূর্ত ভবনে মানববন্ধনের আয়োজন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।