ত্রিশাল উপজেলা শাখা যুব আন্দোলনের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ত্রিশাল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুল ওয়াহাব সরকার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের স্বাক্ষরে আগামী ০৩ (তিন) মাসের জন্য যুব আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহবায়ক মানিক মিয়া আকন্দ, সদস্য সচিব রাজিব মন্ডল, যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন (মাজহার), মফিজুল ইসলাম শেখ, সম্মানিত সদস্য অনিক হাবিব, মো. কামরুজ্জামান মন্ডল, সোহাগ গাজী, আনিছুর রহমান শেখ, তসলিম কবির জনি, মো. মারুফ খান, কাউসার আহমেদ জয়, হাফেজ আবু নাঈম, মো. মোসাররফ হোসেন সরকার, সাদিরুল ইসলাম (সাগর) ও আরিফুল ইসলাম মন্ডলকে রেখে ত্রিশাল উপজেলা যুব আন্দোলনের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।