জামালপুরের মেলান্দহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হয়েছে।
রবিবার (২৮মে) মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে মেলান্দহ উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খান, ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম। অনুষ্ঠানে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৪ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।