নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তাজার শাশুড়ি হোসনে আরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বলেন, গতকাল রোববার রাতে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তাজার শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর চিকিৎসা বাড়িতেই চলছে।
ডা. আবদুল মোমেন আরো জানান, নড়াইল ও লোহাগড়া হাসপাতালের আট চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে।