ফুলবাড়িয়ায় রওশন এরশাদের সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।”
ময়মনসিংহের কৃতিসন্তান, জাতীয় পার্টির জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপির সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সার্বিক সহযোগিতায় বুধবার ,১৮ই আগষ্ট বিকেলে, পশ্চিমবাজার জাপা কার্যালয়ে,উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল হক সরকার এর সভাপতিত্বে ও নাসরীদ ইসমাইল এর সন্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মাহফিজুর রহমান বাবুল অনলাইনে বলেন ,বেগম রওশন এরশাদ এমপি মহোদয় আমাদের ময়মনসিংহ জেলার গর্ব,তিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,আমাদের বড় গর্ব যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমাদের জেলার মেয়ে,তিনি বিরোধী দলীয় নেতা হয়েছেন বলেই ময়মনসিংহ জেলা আজ বর্তমানে বিভাগে উন্নীত হয়েছে,জেলার উন্নয়নে তিনি সার্বক্ষণিক চেষ্টা করেছেন,উনারমত একজন মানবিক ও মহিয়সী নারীর প্রয়োজন,ময়মনসিংহের চলমান উন্নয়নকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য।উনারমত নেত্রী ময়মনসিংহের আরো উন্নয়নে ভীষন প্রয়োজন বিধায় মহান আল্লাহ তায়ালার কাছে তিনি বেগম রওশন এরশাদ এমপির সুস্বাস্থ্য ও আরোগ্য কামনা করে ফুলবাড়িয়া ও ময়মনসিংহ জেলার সর্বস্তরের জনতার দোয়া প্রত্যাশা করেন। অনুষ্ঠানে নতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাপা র সি: যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান,বি,এস সি, যুগ্ম আহ্বায়ক এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা: মাওলানা আশরাফ সিদ্দিীকী,উপজেলা জাতীয় স্বেচ্ছা সেবক পার্টী,র সভাপতি তোফাজ্জল হক তোতা,ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক পার্টি র সাধারন সম্পাদক অধ্যাপক ডা: সবুর রফিক,উপজেলা জাতীয় যুব সংহতি র সভাপতি ডা: প্রফেসর হাকিম মনির, উপজেলা পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক আব্দুল খালেক মাষ্টার,জাতীয় শ্রমিক নেতা সামছুলহক, জাতীয় যুব সংহতি নেতা নাসরীদ ইসমাইল,জাতীয় ছাত্র সমাজ নেতা তাইফুর রহমান কাফি,তাহমিদ তালুকদার,ইন্জি: সাদবিন রহমান আকাশ, আশরাফ উল্লাহ, আল আমিন পলক প্রমূখ।নেতৃবৃনদের মাঝে আর ও উপস্হিত ছিলেন এড সামছু হক, ডা: আব্দুস সালাম, মাওলানা আজগর আর্মি, মাওলানা সাইফুল হোসেন বেলালী,লালমিয়া মেম্বার, বদরুল আনাম সিদ্দিীকী রীপন, খায়রুল আনাম সুদ্দিকী মুকুল, মোখলেছুর রহমান, টুপী রফিক, কামাল হোসেন, স্বপন,পবন মন্ডল, মোস্তফা মন্ডল, তারেক হাসান, জাহাঙ্গীর ,হারুন,নুরুল ইসলাম নাহিদ প্রমূখ। দ্বিতীয় পর্বে পল্লীমাতা, র আশু রোগমুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডা: মাওলানা আশরাফ আলী সিদ্দিীকী। আমিন।