গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার হরিনমারী গ্রামের পরিমল চন্দ্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
২৪ জুন বুধবার পলাশবাড়ী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত পরিমল চন্দ্রের বাড়ীটি লকডাউন ঘোষণা করা হয়।
জানা যায়, পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটে পরিমল চন্দ্রের একটি সেলুন আছে।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জমান নয়ন জানান, পরিমল চন্দ্র করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বাড়ীটি লকডাউন ঘোষনা করা হয়েছে। সেই সাথে আশেপাশের বাড়ী গুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।