নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ভোর ৬টায় আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ( আত্রাই-রাণীনগর) জনাব মোঃ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ এবাদুর রহমান প্রামানিক ও আত্রাই থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আবুল কালাম আজাদ।
আত্রাই থানা পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সবাবেশ, প্যারেড, ডিসপ্লে ও শরীরচর্চার প্রদর্শন করা হয়। পরে বেলা ১১.৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব এবাদুর রহমান, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলি প্রামিনক, উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ ছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।