গোপন সংবাদের ভিত্তিতে রোববার নোয়াখালী জেলার সিভিল সার্জেন ডাঃ মাসুম ইফতেখার চাটখিল উপ জেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র পরিদর্শনে আসেন।
এসময় তিনি বিভিন্ন হাসপাতালের কাগজপত্র,চিকিৎসা পদ্ধতি দেখেন।ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিক্ষার যন্ত্রপাতি সহ কক্ষসমুহ ঘুরে ঘুরে দেখান।
সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বলেন,আমরা লাইসেন্স বিহীন হাসপাতালগুলোকে আজকে একটা নির্দেশনা দিয়েছি।এরপর আমরা তাদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামবো। কয়েকজন ভুয়া ডাক্তারের কথা উল্লেখ করে তিনি বলেন,আমরা তো তাদের বিরুদ্ধে নেমে পড়েছি, এখন কোথায় কে কি করছে তদন্তের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অভিযান চলাকালীন সময়ে সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের সাথে চাটখিল উপজেলার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।