নীলফামারীতে ট্রেনের ধাক্কায় লিখন রায় (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার বড়গাছা নামক স্হানে ঘটনাট ঘটে। নিহত লিখন রায় সোনারায় ইউনিয়নের মন্দির পাড়া গ্রামের মানিক রায়ের ছেলে ও ৬ শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসীদের সাথে কথা হলে তারা জানান শনিবার সকাল দশ টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ছেড়ে আসা রকেট ট্রেনটি রেললাইনে বসে থাকা লিখন রায় কে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।
এবিষয়ে সৈয়দপুর জিআরপি থানার উপ – পরিদর্শক (এসআই) শফিউল ইসলামের সাথে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন ঘটনার সময় নিহত লিখন রেললাইনের উপর দিয়ে হাটছিল আর সে হয়তো দ্রুত লাইন পার হবার সময় ঘটনাটি ঘটে , তবে এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।