মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে একটি সাইকেল রেলী অনুষ্ঠিত হ’য়েছে।
উপজেলা সভাপতি জহিরুল ইসলাম নেতৃত্বে সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় এ সাইকেল রেলীটি নান্দাইল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে মহান শহীদের মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা দায়িত্বশীলগণ।
এসময় তারা সরকারের সমালোচনা করে বলেন পাকিস্তানিরা আমাদের ভোটার অধিকার হরণ করেছিলো, বাঙালিরা এর প্রতিবাদে সংগ্রামের ডাক দেয়। এ সরকারেও আমাদের ভোটারাধিকার হরণ করছে তাই এদের বিরুদ্ধে ও জনপ্রতিরোধ গড়ে তোলতে হবে।
এতে উপজেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।