ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস -২০২১ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এলক্ষ্যে রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার সময় ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।