শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ত্রিশা‌লে প্রতি‌বেশীর কার‌ণে স্বাস্থ্য ঝুঁ‌কি‌তে এক‌ প‌রিবার

‌ত্রিশাল (ময়মন‌সিংহ) সংবাদদাতা
  • আপডেট শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১০৬ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশালের এক‌টি প‌রিবার স্বাস্থ‌্য ঝু‌ঁকি নি‌য়ে মান‌বেতর জীবন যাবপন কর‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া‌ গে‌ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও অ‌ভিযুক্ত প্রতি‌বে‌শীর কোনো নজরদারি ‌নেই ব‌লে ক্ষোভ প্রকাশ করেছেন অ‌ভি‌যোগ কা‌রি।

জানা ‌গে‌ছে, উপ‌জেলার বৈলর ইউ‌নিয়‌নের দেওয়া‌নিয়া বা‌ড়ি গ্রা‌মের পূর্ব পাড়া এলাকার মৃত মনতাজ উ‌দ্দি‌নের ছে‌লে আব্দু সাত্তার ও মৃত জয়ন‌দ্দি‌নের ছে‌লে আবুল ফ‌য়েজ র‌ফিক পাশা পা‌শি বসবাস ক‌রেন দীর্ঘদিন যাবৎ। বসতঃ ঘরের বেড়া গে‌সে র‌ফিক গ‌ড়ে তু‌লেন গরু রাখার জন‌্য গোয়াল ঘর।

স‌রেজ‌মিন ঘু‌রে দেখা গে‌ছে, গোয়াল ঘ‌রের পানি দীর্ঘদিন জ‌মে থে‌কে দূর্গন্ধ ছড়া‌চ্ছে চার‌দি‌কে। গরুর মলের থে‌কে ছড়া‌চ্ছে গন্ধ। এ পরিবে‌শের ফ‌লে বা‌ড়ির চা‌র দি‌কে মশা-মা‌ছির অভয়ারণ‌্য হ‌য়ে উ‌ঠে‌ছে। স্বাস্থ‌্য ঝুঁ‌কি নি‌য়ে বসবাস কর‌তে হ‌চ্ছে ব‌লে জানায় ভুক্তভোগি।

ভুক্তভোগি আব্দু সাত্তার জনান, পা‌রিবারিক কলহের জেরে দুই বছর পূ‌র্বে র‌ফিক আমার বসতঃ ঘরের বেড়া গে‌সে গরুর গোয়াল ঘর তৈরী ক‌রে‌ছে। গোয়াল ঘ‌রের মল মূ‌ত্রের গ‌ন্ধে ঘ‌রের ভিত‌রে থাকা যায় না। দরজা জানালা খুল‌তে পা‌রি না মশা মা‌ছির যন্ত্রণায়। খে‌তে বস‌লে গ‌ন্ধে দম বন্ধ হ‌য়ে আ‌সে। আমার ছে‌লে মে‌য়ে ও প‌রিবা‌রের সদস‌্যদ‌রে হর-হা‌মেশাই এখন রোগ বালাই লে‌গেই থা‌কে। গোয়ল ঘর স‌রি‌য়ে নেওয়ার জন‌্য আ‌মিসহ আরও অ‌নেকের মাধ‌্যমেই র‌ফিককে বল‌লেও কোন লাভ হয়‌নি। উল্ট আমা‌কে বি‌ভিন্ন প্রকার হুম‌কি ধম‌কি দেয়। আ‌মি এখন প্রশাস‌নে সুদৃ‌ষ্টি কামনা কর‌ছি।

অ‌ভি‌যুক্ত আবুল ফ‌য়েজ র‌ফিক জানান, ঘর স‌রি‌য়ে নেওয়ার জন‌্য নতুন স্থান নির্ধারণ ক‌রে‌ছি। সময় সু‌যোগ ক‌রে ওখা‌নে স‌রি‌য়ে নি‌বো।

 

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!