ময়মনসিংহের ত্রিশালে কালীরবাজারের বাজার পরিস্থিতি মনিটরিং ও পর্যবেক্ষণ করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (১৭ জুলাই) কালীর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলামের উদ্যোগে বাজারের সার্বিক পরিস্থিতি মনিটরিং ও পর্যবেক্ষণ করেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার। সকল ব্যবসায়ীদের ধারে ধারে গিয়ে খোঁজ খবর নেন। বাজার ব্যবসায়ীরা দাবী তোলেন, করোনা পরীস্থিতির কারনে খোলা মাঠে নিয়ে যাওয়ার কিছু দিন পর ইজারাদার সম্পূর্ণ বাজার একত্রিত এক জায়গায় করে ফেলে যা করোনা মহামারি কালে হুমকি সরূপ। তাই বাজার পূর্বের ন্যায় বাজার স্ব-স্ব স্থানে স্থানান্তর করার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, কালীর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ওমর ফারুক, ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি রতন সরকার, কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক চৌধুরী, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, ফাতেমা নগর রেলওয়ে স্টেশন মাস্টার তাজ উদ্দিন খান, বাজার ব্যবসায়ী রফিকুল ইসলাম, ত্রিশাল উপজেলা নাট্য সংস্থার সভাপতি সোহেল হাবীব, দৈনিক মানবজমিন ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।