শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০০ অপরাহ্ন

ত্রিশাল আ.লীগ ইতিহাসে ‘নেতা ফজল’

ফকরুদ্দীন আহমেদ
  • আপডেট শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ দেখেছে

বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহের জেলার ত্রিশাল উপজেলায় প্রতিষ্ঠাতা লগ্ন থেকে করে আসা হারানো ত্যাগী নেতাদের মাঝে ইতিহাসে স্থান করে নিয়েছেন ফজলুল হক ফকির ফজল।

এ নেতা ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন এ নেতা। সমাজ সংস্কারে ছিলেন এক প্রতিবাদী ব‌্যক্তি। রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেছেন। সততায় সারা জীবন নিজেকে সাদা রেখেছেন। তাঁর সততার সম্মান সবসময় মানুষ তাকে দিয়েছেন। কখনো সামাজিক নেতৃত্ব কখনো সাংস্কৃতিক অঙ্গনে রাজনৈতিক দলে বাচায়ে সর্বোচ্চ সম্মান পেয়েছেন।

ত্রিশালের প্রতিটি অঞ্চলে বিরাজমান ছিল ফজলুল হক নেতা। এ নেতা বহুদিন হলো প্রয়াত কিন্তু তাঁর স্মৃতি কর্ম গুলো আজো কথা বলে। ফজল নেতাকে ১৯৯২সালে এক মরণ নামক রোগে সবার কাছ থেকে কেড়ে নিলেও তাঁর সাহসিক নেতৃত্ব হাজারো নেতা কর্মীর হৃদয়ে বেঁচে আছেন। নব তারুণ্যের মেলায় যদিও অনেকের অচেনা নেতা ফজল। যদি কেউ প্রকৃত দলের গভীরে ঢুকেন তাহলেই খোঁজে পাওয়া যাবে প্রকৃত আদর্শের নেতাদের একজন ফজলুল হক ফকির ফজল।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD