শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক কি‌শোর নিহত, আহত চার

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ দেখেছে

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক কি‌শোর নিহত হয়েছে এবং আহত হয়েছে চারজন ।

জানা যায়, উপজেলার উজান বৈলর মন্ডল বাড়ী মোড়ে সোমবার বিকাল সোয়া চারটার দিকে যাত্রী নামানোর সময় দাড়ানো একটি মাহিন্দ্রা গাড়িকে পেছনদিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো – ট ১৪-৯৭৬৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. খোকন মিয়া (১৪) না‌মে একজন কি‌শোর মারা যায়। সে বৈলর রুদ্রগ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। গুরুতর আহতরা হলেন, নিহত খোকনের মা রূপালী বেগম, নানী সাজেদা খাতুন ও অজ্ঞাত দুইজন।

ত্রিশাল ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামানোর সময় দাড়ানো একটি মাহিন্দ্রা গাড়িকে পেছনদিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে এ ঘটনা ঘ‌টে।

ত্রিশাল থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘাতক গাড়িটি আটক করেছি। তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD