ময়মনসিংহের ত্রিশালে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য ভাবে পালান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫ টার সময় ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকীতে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু’র আত্মার মাগফেরাত কামনা ও বিশ্বে মহামারি রূপধারণ করা করোভাইরাস থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়।
পল্লীবন্ধু’র ১ম মৃত্যুবার্ষিকী’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এডভোকেট আঃ বারী ও সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার তপন। এছাড়ও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আঃ রউফ, যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারন সম্পাদক সেলিম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, দপ্তর সম্পাদক মো: শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মালেক চাঁন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, জাপা নেতা হাজী শফিকুল ইসলাম, মীর মনিরুজ্জামান মানিক, শফিকুল ইসলাম, আলাউদ্দিন, ছাত্র নেতা আল আমীন, তারেক, আল মামুন প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা উলামা পার্টির সভাপতি মাও: তাফাজ্জল হোসাইন।