জামায়াত বিএনপি চক্রের ধবংসাত্বক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ত্রিশাল বাসষ্ট্যান্ড চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে সাধারন সম্পাদক গোলাম মোস্তফা পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার যুবলীগের সহসভাপতি মোখলেছুর রহমান শান্ত, শফিকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক সায়দুজ্জামান মন্ডল, পৌর যুবলীগের সভাপতি ও ত্রিশাল পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাইন্সিলর খালেদ মাহমুদ সুমন প্রমূখ।