ময়মনসিংহের ত্রিশালে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক ব্যক্তি। সে উপজেলার ত্রিশাল ইউনিয়নের কোনাবাড়ী নদীর পাড়ের গ্রামের পঞ্চেশ্বরের ছেলে নিখিল তিলকদাস (৩৫)।
স্থানীয়রা জানায়, বসত ঘরের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। নিখিল তিলকদাসের স্ত্রী পুকুর ঘাট থেকে এসে স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে। তখন রক্ষা করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। অবশেষে নিজেকে রক্ষা করতে পারলেও স্বামীকে রক্ষা করতে পারেনি। পরে অচেতন অবস্থায় ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিখিল তিলকদাসকে মৃত ঘোষণা করে।
ত্রিশাল থানার এসআই মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।