ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে সরকারি নজরুল কলেজ মিলনায়তনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ। ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এ্যাড. আব্দুল বারেক, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন কামাল, উপজেলা জাতীয় পর্টির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শরীফ উদ্দিন।
ত্রিশাল উজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, সেলিম সারোয়ার সরকার, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বিপ্লব হাসান, সাধারন সম্পাদক মালেক চাঁন দেওয়ান, উপজেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি মাও. তাফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মাও. মাসুদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মাসুম রায়হান, উপজেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি এম এ রশিদ সরকার, সাধারণ সম্পাদক নূরুল হুদা উত্তম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাখাওয়াত হোসেন অনিক, ফেরদৌস আলম মেহেদী, আল আমিন, তারেক, মামুন, আহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে রোগমুক্তি কামনা করে উপস্থিতি ও গরীব-অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।