রবিবার, ১১ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

ত্রিশালে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিলেন যুবনেতা শামীম পারভেজ

Reporter Name
  • আপডেট রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩২৬ দেখেছে

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দকে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিতে যাওয়ার পথে ময়মনসিংহের ত্রিশালে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার সকালে ত্রিশাল উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, যুবকদের আইকন, যুবনেতা শামীম পারভেজ এই সংবর্ধনার আয়োজন করেন। সকাল থেকেই যুবনেতার নেতৃত্বে শতশত নেতাকর্মী সমর্থক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল একাডেমি গেইটে অপেক্ষা করে। দুপুর ১২টার দিকে তাদের প্রিয় নেতা এসে পৌঁছলে শামীম পারভেজ তাকে ফুলের তোড়া দিয়ে এবং রাস্তার দু’পাশ থেকে শতশত কর্মী সমর্থকরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। এসময় জয়বাংলা-জয়বঙ্গবন্ধু ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে উঠে। ধীরে ধীরে সংবর্ধনা রূপ নেয় জনস্রোতে। সংবর্ধনা ও উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে ত্রিশাল ত্যাগ করেন এই কেন্দ্রীয় যুবনেতা। এসময় উপজেলা পরিবহন শ্রমিকলীগ সভাপতি নজরুল কবির দীপক,সাবেক যুবলীগ নেতা কায়জার আহমেদসহ ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD