জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র তৎকালীন পূর্ব পাকিস্তান কে জাগ্রত করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা করেন।
তারই ধারাবাহিকতায় বাঙালি জাতি শ্রদ্ধার ঐতিহাসিক ৭ই মার্চ দিবস হিসেবে পালন করছেন।
রবিবার ৫ই মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাশেদুল ইসলাম হলরুমে প্রস্তুতি সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা, সরকারি নজরুল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জয়নব রেখা, ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
ঐতিহাসিক ৭ই মার্চের প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্ত, উপজলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করে জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধার স্বরণ, প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করে এবং বিশেষ করে রাষ্ট্রীয় দিবসগুলোতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।