শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ময়মনসিংহের ত্রিশালের শুকতারা বিদ্যানিকেতনে ৮৫ লাখ টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট এক তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) সকালে উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ধর্ম বিষায়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
শুকতারা বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল্লাহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন।