ময়মনসিংহ ত্রিশালের মঠবাড়ী থেকে অজ্ঞাত নামা মহিলার লাশ ফিসারী পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানায়ায়, সোমবার (২২ জুন) উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ী গ্রামের জৈনক হাজী সাইফুল ইসলামের ফিসারী (পুকুর) থেকে অজ্ঞাত ২৫ থেকে ৩০ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে এক ব্যক্তি ফিসারীতে মাছের খাবার দিতে গেলে ফিসারী পুকুরে অর্ধ ডুবা অবস্থায় মহিলার লাশটি দেখতে পায়। পরে বিষয়টি ত্রিশাল থানায় জানানো হলে, ত্রিশাল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।
ত্রিশাল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র রায় জানান, মঠবাড়ী গ্রামের জৈনক সাইফুল হাজীর ফিসারী পুকুর থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত নামা মহিলার লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মহিলাকে একদিন আগে ফেলে রেখে যায়। বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া নেওয়া হবে।