শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

জামালপুরে প্রশাসনের অর্থসহায়তা পেল ঝড়ে হতাহতের পরিবার

জিল্লুর রহমান রতন, জামালপুর থেকে
  • আপডেট বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৬৮ দেখেছে

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে নিহত যুবলীগকর্মী সুজন খানের পরিবার ও আহত ফরিদ মিয়ার পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার দুরমুট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় নিহত ও আহতের বাড়ি গিয়ে জেলা প্রশাসকের পক্ষে আর্থিক অনুদান পৌঁছে দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

এ সময় আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে নিহত সুজন খানের পরিবারকে ২০ হাজার ও একই এলাকার অমিজ উদ্দিনের ছেলে আহত ফরিদ মিয়াকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। নিহত সুজন খানের পরিবারের পক্ষে অনুদান গ্রহণ করেন তার স্ত্রী সাবিনা আক্তার ও ফরিদ মিয়ার পক্ষে অনুদান গ্রহণ করেন তার স্ত্রী খালেদা বেগম।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রচন্ড কালবৈশাখী ঝড় উঠলে সে সময় সুজনসহ কয়েকজন আমবাডিয়া বাজারে দোকানঘরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ঝড়ের তান্ডবে পাশে থাকা বটগাছ ভেঙে দোকান ঘরের উপর পড়লে সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় সুজনের। এ সময় আরো কয়েকজন আহত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন- জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহতের পরিবার ও আহতদের জন্য আর্থিক অনুদান মোট ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD