জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে জহুরুল ইসলাম (২৫) নামে এক ডেজ্রার শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
রবিবার (২১মে) বিকাল ৪ টার দিকে উপজেলার খরকা বিলের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত জহরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ফয়সাল । বর্তমানে তারা মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎকসরা।
জানা যায়, নিহত ও আহতরা ড্রেজারের কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জহুরুলের। একই ঘটনায় রুহুল আমিন ও ফয়সাল নামে আরো দুই শ্রমিক আহত হয়। পরে অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।