শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

জাককানইবি কর্মচারী ইউনিয়নের সভাপতি রানা ও সম্পাদক পলাশ

Reporter Name
  • আপডেট বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৬৮৩ দেখেছে

মমিনুল ইসলাম মমিন : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (১৭-২০) তম কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২১ এ সভাপতি পদে রেজাউল করিম রানা ও সাধারন সম্পাদক পদে মাসুদ রানা পলাশ নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন নির্বাচন কমিশন।

সভাপতি পদে রেজাউল করিম রানার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং প্রতিদ্বন্দ্বীতা প্রার্থী আব্দুর রাজ্জাক ২৭ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করে মাসুদ রানা পলাশ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং প্রতিদ্বন্দ্বীতা প্রার্থী সিরাজুল ইসলাম ৩০ ভোট ও হারুন অর রশিদ ৪ ভোট পায়।

অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, দপ্তর ও প্রচার সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়াও কার্যকরি সদস্যদের মধ্যে রয়েছেন বজলুর রশিদ, আকরাম হোসেন, আজাহার আলী, মনির হোসেন, হোসেন আলী, মামুন মিয়া, মাসুদ রানা সুজন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD