শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

খেলাধুলায় উৎসাহিত করে সমাজকে মাদকমুক্ত রাখতে হবে : কবির সরকার

Reporter Name
  • আপডেট শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৬৮৪ দেখেছে

মাদক আমাদের সমাজ তথা পুরো জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। হাত বাড়ালেই এখন মাদক মিলে। মাদকের এ ভয়াবহ ছোবল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সমাজ থেকে মাদক দূর করতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে জানান ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে সাখুয়া ইউনিয়নের বাবুপুর ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, আজকের যুবসমাজই আগামী দিনে আমাদের সমাজ তথা দেশের নেতৃত্ব দিবে। কিন্তু মাদক আমাদের দেশকে উন্নতির শিখরে পৌছে দিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। মাদক রোধে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই আমাদের যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে। খেলাধুলায় উৎসাহিত করে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারকে আরো এগিয়ে আসার আহবান জানান হুমায়ুন কবির সরকার। ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর দক্ষিণপাড়া নদীরপাড় এলাকায় ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ভাই ভাই ব্রিক্সের পরিচালক আনোয়ার হোসেন খেলাটি উদ্বোধন করেন। বাবুপুর ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের সোহেল রানার পরিচালনায় ফাইনাল খেলায় বাবুপুর দল বানাম ভরবরা দল অংশগ্রহণ করে। পরে বাবুপুর দলকে ০-২ সেটে হারিয়ে ভরবরা দল জয় লাভ করে।

বিশিষ্ট সমাজ সেবক আঃ রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা সারোয়ার সুহৃদের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখুয়া ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, মজিবুর রহমান, আবু সাঈদ মীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD