স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাট গামী নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেন কয়া রেলওয়ে ব্রীজে পৌঁছালে রেলের উপর দাঁড়িয়ে থাকা নারী ট্রেনে কাটা পরে। এসময় কুমারখালী থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মানুষিক ভারসাম্যহীন অজ্ঞাত এই নারী বিভিন্ন রেলওয়ে প্লাটফর্মে থাকতো। সকালে ট্রেনে কেটে সে মারা গেছে। আনুমানিক তার বয়স (৪০) বছর। নারীর মরদেহ রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এখনো পর্যন্ত অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি।