বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এমনিতেই কন্যা অন্তপ্রাণ। বড় কন্যা আলাইনা হাসান আব্রিও বাবার বেজায় ভক্ত। এখন সংসারে এসেছে ছোট মেয়ে ইররাম হাসান। এই দুই মেয়েই সাকিবের দুই মূল্যবান রত্ন। এই দুজনের জন্যই নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে আজ দুই কন্যাকে একত্রে কোলে নেয়া ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এই দুই মূল্যবান রত্নের কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমি আজকে যেমন, তা ওদেরই কল্যাণে।’
নিজের দ্বিতীয় সন্তানের আগমনের জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান সাকিব। গত ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন সাকিবের দ্বিতীয় কন্যা ইররাম। এরপর থেকে দুই কন্যাকে নিয়েই যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন তিনি। সাথে আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। পরিবারের সময়টা দারুন কাটচ্ছে সাকিবের। একদিন আগে বড় মেয়ে আলাইনা সবাইকে করোনা সম্পর্কে ‘উপদেশ’ দিয়েছিল।