জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী-দুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদ ডাক বাংলা হল রুমে ১৪ জন দুস্থ রোগীর হাতে চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
জানা গেছে, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়নে ও সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ক্যান্সার,কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন রোগীদের মধ্যে এককালীন ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।