শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ইসলামপুরে কালবৈশাখী তান্ডবে পৌরসভাসহ ৯টি ইউনিয়ন তছনছঃ আহত প্রায় পঞ্চাশ

মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, ইসলামপুর (জামালপুর) থেকে
  • আপডেট বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৬৯ দেখেছে

জামালপুরের ইসলাম পুর উপজেলা গত ১৬ মে রাত ৮টা ৩০ মিনিট সময় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ইসলামপুর উপজেলা দিয়ে বয়ে কালবৈশাখী ঝড়ে কাচা পাকা ঘর সহ বৈদ্যুতিক ৩৩ কেভি বারটি খুটি এগারো কেভি অনেক পুল তারসহ ভেঙে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ গ্রাম দক্ষিণ কিংজাল্লা ইসলামপুর সদর ইউনিয়ন পাঁচ বাড়িয়া পচাবাহলাসহ শতশত কাঁচা পাকা ঘরবাড়ি দুমড়ে মুচড়ে তছনছ হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু তানভীর হাসান রুমানকে ঝড়ের ক্ষয়ক্ষতির কথা জিজ্ঞেস করলে তিনি এই প্রতিবেদককে জানান, প্রাথমিক পর্যায় আমরা জনপ্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করছি পড়ে আপনাদের সঠিক তথ্য জানানো হবে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, ঝড়ের পর থেকে হাসপাতালে ২৮ জন ভর্তী হলে ৬ জনের অবস্থা গুরুতর আহত ওদেরকে জামাল পুর জেনারেল হাসপাতালে রেফার করা হয় ৯ জনকে হাসপাতালে ভর্তীকরা হয় বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD