সমাজকর্মী, মহিলালীগ নেত্রী সালেহা আক্তার আঁখি। সামাজিক সংগঠন “মিছিল” এর সদ্য ঘোষিত নারী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। “মিছিল” এর কক্সবাজার শাখার চেয়ারম্যান সাখাওয়াত হোসেন তুর্য সাক্ষরিত একটি প্রেসবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয় মঙ্গলবার সন্ধায়। সালেহা আক্তার আঁখিকে সভাপতি নির্বাচিত করে এই বার্তাটি প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশ বিদেশের শতশত মানুষের মাধ্যমে বিশেষ বিশেষ বিশেষণে ভূষিত হয়ে অভিনন্দিত হতে থাকেন এই নারী নেত্রী সালেহা আক্তার আঁখি।
Smk Alam Shaikh নামের একজন মিছিলের নিজস্ব ফেসবুক পেজে মন্তব্য করে লিখেন- “এটি সালেহা আক্তার আঁখির কর্মফল তথা সম্মানজনক এই পদটি তার কর্মগুনেই পাওনা। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আমরা ভীষণ খুশী। সালেহা আক্তার আঁখির কাজ গুলিকে অনুসরণ, অনুকরণ করে আগামীতে অনেকেই তার দেখানো পথে হাঁটবেন বলেই আমরা বিশ্বাস করি। সালেহা আক্তার আঁখির জন্যে রইল অভিনন্দন ও শুভেচ্ছা । এভাবেই অনেকদূর এগিয়ে যাবেন আপনি এই প্রত্যাশাই করি”।
উল্লেখ্য যে, এর আগে করোনার প্রথম ধাপে ঘরবন্দী মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাউকেই না জানিয়ে বাড়ীর গেটে কিংবা দরজায় উপহার সামগ্রীর ব্যাগ বেঁধে রেখে এসে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন সালেহা আক্তার আঁখি। যে ছবিটি ভাইরাল হওয়ার পর করোনাকালীন সাহায্যের শ্রেষ্ঠ ছবি হিসাবে স্বীকৃতি দেয়ার দাবী উঠেছিল দেশব্যাপী।