শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণ ক‌রে সোহে‌ল রানার অসহায় জীবনযাপন

ত্রিশাল (ময়মন‌সিংহ) সংবাদদাতা :
  • আপডেট শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১০৫৮ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাগামারা এলাকার মোঃ সোহেল স্কয়ারে এমব্রয়ডারি সেকশনে চাকরি করতেন।

গত ৪ নভেম্বর ২০১০ সালে কোম্পানির স্টাফ গাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। এখানে পরীক্ষা করে দেখে যায়, তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙ্গে যায়। প‌রে অপারেশন ক‌রে দুই সপ্তাহ পর সাভার সি আর পি থেরাপির জন্য পাঠানো হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা ‌নেয় সা‌বেক গা‌র্মেন্টস কর্মী সো‌হেল রানা। চিকিৎসার পর হুইল চেয়ার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সোহেল রানাকে।

সি আর পিতে শারীরিক কোন উন্নতি না হওয়ায় ডাক্তার জানান সম্পূর্ণ সুস্থ‌্যতা অ‌নি‌শ্চিত।

সো‌হেল রানার প্রতি মা‌সে ঔষধ বাবদ আড়াই থে‌কে তিন হাজার টাকার প্রয়োজন পড়ে।

সোহ‌লে রানা শারী‌রিক প্রতিবন্ধকতা নি‌য়ে আজ দশ বছর হুইল চেয়ারের সাহা‌য্যে জীবন যাপন কর‌ছেন। দূর্ঘটনার পর অ‌র্থের অভা‌বে স‌ঠিক চি‌কিৎসা কর‌তে না পারায় হাত-পা সহ কোম‌ড়ের নী‌চের অংশ অবস হ‌য়ে প‌রে। এখন খাওয়া দাওয়া সহ প্রস্রাব পায়খানা অ‌ন্যের সাহা‌য্যে কর‌তে হয়।

বর্তমান অবস্থায় সংসার জীব‌নে সো‌হেল রানার স্ত্রী সন্তান‌দের নি‌য়ে অর্থাভা‌বে কষ্টে দিনা‌তিপাত কর‌ছে। এক দিকে নিজের খরচ অন্যদিকে ছেলে মেয়ে লেখা পড়ার খরচ। অভাব অনট‌নের সংসার। সোহেল রানার সংসারে উপার্জন করার মত কেউ নেই।

মানবতার সেবায় অসহায় মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানোর আহবান জানান সো‌হেল রানা।

আপনারা সোহেলকে আর্থিক সহযোগিতা করতে চাইলে উ‌ল্লে‌খিত নাম্বারে যোগাযোগ করুন-
বিকাস- 01751199347,  নগদ- 01679157641

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!