ময়মনসিংহের সদর উপজেলায় গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষে স্থানীয় সরকারের আওতাধীন কর্মরত আইনশৃঙ্খলা বাহীনী গ্রাম পুলিশের কর্মকর্তা কর্মচারীদের আরো শক্তিশালী ও কর্তব্য পালনে আরো দায়িত্বশীল করতে তাদের মাঝে ব্যাচ, জুতা, বেল্ট, ক্যাপ, ছাতা, টর্চলাইটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
২৩শে আগষ্ট রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশদের হাতে যৌথ ভাবে এসব উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন ও নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা হতে প্রাপ্ত এসব নতুন পোশাক ও সরঞ্জামাদি উপজেলায় কর্মরত ৯জন দফাদার ও ৮৩জন গ্রাম পুলিশের মধ্যে প্রয়োজনীয় এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় মোট ৯২জন গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) সঠিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের নিরাপত্বা নিশ্চিত করণে প্রশাসনের পক্ষ থেকে তারা ব্যবহারের জন্য পোশাকের সঙ্গে ব্যাচ, জুতা, বেল্ট, ক্যাপ, ছাতা, টর্চলাইটসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন।
এসব সরঞ্জাম বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার গ্রাম পুলিশদেরকে বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধসহ অপরাধ দমনে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দকে সহযোগিতা ও সততার সাথে নিজ-নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।